শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরা সদরের ঘোনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটক যুবক সদর উপজেলার ঘোনা বাশিয়াপাড়া এলাকার আঃ গফ্ফার গাজী’র ছেলে রিপন গাজী।
এঘটনায় ওই প্রতিবন্ধী কিশোরীর পিতা ইমাম হোসেন জানিয়েছে শনিবার দিবাগত রাত দশটার দিকে আমার প্রতিবন্ধী কিশোরী মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বেরহলে প্রতিবেশী আঃ গফ্ফার গাজী’র ছেলে রিপন গাজী তার মুখে কাপড় চেপে বাড়ির দক্ষিণ পাশের ৩শ গজ দূরে অবস্থিত জিল্লুর মোল্লার বাগানে নিয়ে যায়। সেখানে আমার ১৩ বছর বয়সী মেয়ের পরনের কাপড় চোপড় খুলে রিপন গাজী জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এসময় আমার মেয়ের ডাক চিৎকারে আসপাশের লোকজন আসলে রিপন গাজী দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়েকে বাড়িতে না-পেয়ে আমি ও আমার স্ত্রী বাড়ির আশপাশে খোঁজাখুজি করতে থাকি। এরপর জিল্লু মোল্লার বাগানে যেয়ে মেয়েকে দেখতে পায়। আমার মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায় যে রিপন তার মুখ চেপেধরে জিল্লুর বাগানে নিয়ে আসছিলো।
এঘটনায় ঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আসাদুল ইসলাম জানান, ঘটনার কথা শুনে ওই প্রতিবন্ধী কিশোরীর বাড়িতে গিয়েছিলাম। অভিযুক্ত রিপন গাজীর নামে এর আগেও এমন অভিযোগ পেয়েছি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘোনায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিপন গাজী নামের এক যুবককে আটক করা হয়েছে। এঘটনায় ওই কিশোরীর পিতা থানায় এসে লিখিত এজাহার জমা দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।