অনলাইন ডেস্ক: সাতক্ষীরায় ৮৭টি টিকাদান কেন্দ্রে প্রথম দিনে ৪৭ হাজার ৭৭৩ জনকে দেওয়া হয়েছে গণটিকা। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয় এ গণটিকাদান কার্যক্রম। সাতটি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে দেওয়া হয়েছে টিকা। প্রতিটি টিকা কেন্দ্রে নারী-পুরুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইনে দাড়িয়ে করোনা প্রতিরোধে টিকা গ্রহণ করেন সাধারণ মানুষ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, সাতক্ষীরা জেলায় প্রথম দিনে ৮৭টি কেন্দ্রে ৪৭ হাজার ৭৭৩ জনকে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা পৌর সভারয় ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮শ জনকে, সদর উপজেলা ৮ হাজার ৩৯৬ জনকে, কালিগঞ্জ উপজেলায় ৭ হাজার ১৯৬ জনকে, তালা উপজেলায় ৬ হাজার ৭৮৪ জনকে, দেবহাটা উপজেলায় ৩ হাজার জনকে, আশাশুনি উপজেলায় ৬ হাজার ৪৮৫ জনকে, কলারোয়া উপজেলায় ৬ হাজার ৯৬৪ জনকে এবং শ্যামনগর উপজেলায় ৭ হাজার ১৪৮ জনকে দেওয়া হয়েছে টিকা।
তিনি আরও জানান, প্রথম দফায় গণ টিকার জন্য ৫১ হাজার ২০০ ডোজ টিকার বরাদ্দ পাওয়া যায়। তার থেকে প্রথম দিনে ৪৭ হাজার ৭৭৩ জনকে দেওয়া হয়েছে গণটিকা।