স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় প্রাজ্ঞজন সাহিত্য সংকলনের প্রকাশনা উৎসব ও সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা কবিতা পরিষদের আয়োজনে ১১ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান এর উপর লেখা কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, ছড়া, হাইকু নিয়ে সাহিত্য সংকলন প্রাজ্ঞজন-এর প্রকাশনা উৎসব এবং গুণিজন কবি শেখ মফিজুর রহমান কে সংবর্ধনা প্রদান করা হয়।
মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।
কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, কবি ও সাহিত্যিক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ, অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান এর পত্নী রুকসানা ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন কবি শুভ্র আহমেদ, কবি গাজী শাহজান সিরাজ, কবি শেখ সিদ্দীকুর রহমান, কাজী গুলশান আরা, গাজী হাবিব রেহমান। কবিতা পাঠ করেন সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি মনিরুজ্জামান ছট্টু, কবি সুকুমার দাস বাচ্চু, রাজীব মেহবুব, তাসনিমাহ তুষ্টি প্রমুখ।
প্রাজ্ঞজন সাহিত্য সংকলনের প্রকাশনা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান কে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।