শহীদুজ্জামান শিমুল : পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ” এ প্রতিপদ্য সামনে রেখে সাতক্ষীরায় প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণীসম্পাদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তরের অর্থায়নে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কমকর্তা ফতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ অফিসার এ বি এম আব্দুর রউফ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা কৃষিবিদ নাজমুস সাকিব, সদর উপজেলা প্রাণী সম্পদ ডাঃ মহসিন বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ করে। পাশাপাশি গৃহিনী, বেকার, অবসরপ্রাপ্তরা বাড়ির আঙ্গিনায় স্বপ্ল পরিসরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারে। দেশের অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করতে পারে।
দেশ আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। একারনে বেকারত্ব দূরীকরণে জেলা প্রশাসক সবসময় খামারীদের পাশে থাকবে প্রদর্শনীতে, ৩৫ টি স্টল অংশ নেয় সেখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের, গরু ভেড়া, দুম্বা, গাড়ল, সহ বিভিন্ন প্রকার গবাদি পশু পাখি প্রর্দশনীতে করানো হয়।