আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক(অনুর্দ্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা(অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলা ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট মঙ্গলবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে ৩টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা(অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম শ্যামনগর উপজেলা ফুটবল দল। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় শ্যামনগর উপজেলা ফুটবল দল ২-০ গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে, বিকাল সাড়ে ৪টায় একই মাঠে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক(অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলা। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা পৌসভা ফুটবল দল সদর উপজেলা দলের সাথে প্রতিদ্বন্দিতা করে।
নির্ধারিত ৬০ মিনিটের খেলায় প্রথমঅর্ধ ও দ্বিতীয় অর্ধ গোল শূন্য ভাবে শেষ হয়। পরে দুই দলের মধ্যে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে ৪-৪ গোলে ম্যাচ ড্র হয়। পরে আবার ট্রাইব্রেকারে ২-১ গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে সাতক্ষীরা পৌরসভা টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাছেরুল হক, সাজেক্রী’র সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক আল আমিন কবির চৌধুরী ডেভিড, নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, তানজিম কামাল তমাল, শিমুন শামস্, ফারহা দিবা খান সাথি।
এছাড়া উপস্থিত ছিলেন ডিএফএ’র অর্থসম্পাদক শেখ মাসুদ আলী, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, কিরণ ময় সরকার, ইসমত আরা প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।