আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথম বিভাগ ১০ দলীয় ফুটবল লীগ ২০২০-২০২১ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা ফুটবল এসাসিয়েশন এর সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় আজ সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথম বিভাগ ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি শেক নাসেরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান, যুগ্নসম্পাদক সাইদুর রহমান শাহিন, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথম বিভাগ ফুটবল লীগের চেয়ারম্যান হাজী মিজানুর রহমান, সদস্য সচিব ইমাদুল হক, ট্রেজারার শেখ মাসুদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বেধনী ম্যাচে সদরের লাবসা ক্লাব বনাম চাঁদপুর সবুজ সংঘ একঅপরের মুখোমুখি হয়। ম্যাচে ৪-২ গোলে চাঁদপুর সবুজ সংঘ জয়লাভ করে। এর আগে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে ১০ টি ক্লাবে ফুটবলসহ ক্রীড়াসমগ্রি বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।