1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 2, 2023, 1:39 am

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় Sunday, April 3, 2022

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ব্রাকের সহযোগীতায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা র্কসূচির উদ্যোগে রোববার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের সকল ইউপি চেয়ারাম্যান , স্কুল শিক্ষক সহ বেসরকারী সংস্থা ব্রাকের জেলা ব্যবস্থাপক (সেল্প) মো: হুমায়ন কবির, সদর উপজেলা এ্যাসোসিয়েট অফিসার, জাহিদা খাতু প্রমূখ।

সভায় বক্তারা বলেন বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন কে নারীবান্ধব ও যৌন হয়রানি মুক্ত করতে হবে।

স্কুল পড়ুয়া মেয়ারা যেন ঝরে না পড়ে সে জন্য শিক্ষক ও অভিবাকদের স্বচেতন থাকতে হবে । প্রতিটি উইনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে পথ নাটক ও সভা সেমিনার করা প্রয়োজন। সর্বোপরি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews