বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন পরিচালিত সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে শোকের মাস উপলক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
ইনস্টিটিউটের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব এম এ হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন অফিসের ম্যানেজার আরিফুল ইসলাম, সেলিম হোসেন, শিক্ষার্থী জুলেখা ইয়াসমিন, সুমাইয়া, নয়ন কুমার ঢালী, খলিলুর রহমান প্রমুখ।
বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব এম এ হান্নান এ সময় বলেন, করোনা মহামারী থেকে বাঁচতে হলে সকলকে মাস্ক পরিধান করতে হবে। এ সময় তিনি করোনা টিকা সকলকে গ্রহণ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি