বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত খরিফ মৌসুমের জাতসমুহের পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে দশটায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা উপ কেন্দ্রের আয়োজনে বিনা প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিনা’র মহাপরিচালক ড. মীর্জা মোফাজ্জল ইসলাম।

আলোচনা করেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: নূরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা ও মশিউর রহমান।

আলোচকরা বলেন, সাধারণত খরিপ মৌসুমে আমাদের কৃষকের মাঠে ফসল চাষ করা হয় না। তাই খরিপ মৌসুমে বিনা তিল বিনা’র বিনা উদ্ভাবিত আউশ ধান চাষ করে পতিত জমিকে চাষের আওতায় আনা সম্ভব এবং আমাদের কৃষক ভাইয়েরা আর্থিকভাবে লাভবান হবেন এবং আমাদের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সহায়ক হবে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *