বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউট উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনা-১৭ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সাতক্ষীরার দেবনগরে দেড় শতাধিক কৃষক কৃষাণী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রাণবন্ত মাঠ দিবসে কৃষকরা এ জাতের ধান চাষে সন্তুষ্টি প্রকাশ করেন।
সোমবার দুপুরে মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র
ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. বাবুল আক্তার। প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিনা’র মহা পরিচালক ডক্টর মির্জা
মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক জি এম এ গফুর, সাতক্ষীরার উপ-পরিচালক নুরুল ইসলাম, খুলনা’র হাফিজুর রহমান, ওয়াসেরুল কবির, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র সায়েন্টিফিক অফিসার সেলিম রেজা। #