স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় বিভিন্ন সময়ে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করলো ৩৩ বিজিবি। এসময় ১৪ হাজার বোতল ফেন্সিডিল ও ৬৪ হাজার পিস ইয়াবা সহ বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রোববার সকালে সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন বিজিবি সদর দফতরে এসব মাদকদ্রব্য বুলডোজার টেনে নষ্ট করে দেওয়া হয়।
এসময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, মেজর রেজা আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন ও সদর থানার ওসি দেলোয়ার হুসেন এবং মাদকদ্রব্য অধিদফতরের মোঃ ফরিদ উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। বিজিবি জানিয়েছে, ধ্বংস করা এসব মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় বিভিন্ন সীমান্ত থেকে আটক করা হয়।