1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
November 13, 2024, 2:37 pm
Title :
পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে ওএমএস ডিলার পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা কালিগঞ্জে ২’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করলেন প্রত্যাশা ফাউন্ডেশন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সচেতনতামূলক কর্মসূচি কলারোয়ার কেঁড়াগাছি বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম আর নেই : সাবেক এমপি হাবিবের শোক কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতে জেল সাতক্ষীরায় ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন খুলনা নগরীর জলাবদ্ধতার বাস্তবতা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন প্রকাশিত সংবাদের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস পালন

  • আপডেট সময় Wednesday, December 1, 2021

আজ ১লা ডিসেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সহিত বিশ্ব এইডস দিবস উদযাপিত হচ্ছে যার প্রতিপাদ্য ”সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ”। সাতক্ষীরা জেলায় বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক বিশ্ব এইডস দিবস উদযাপিত হয়েছে।

সদর হাসপাতাল, সাতক্ষীরার প্রাঙ্গণে সিভিল সার্জন, সাতক্ষীরার উপস্থিতিতে সকাল দশটায় র্যালির আয়োজন করা হয়। যেখানে সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন; পরবর্তীতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় সদর হাসপাতাল সাতক্ষীরার প্রাঙ্গণে যেখানে সিভিল সার্জন, সাতক্ষীরা অফিসের স্বাস্থ্য শিক্ষা শাখা, লাইটহাউজ, সাতক্ষীরা এবং মুক্ত আকাশ বাংলাদেশের বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রমেরিএসবিসিসি ম্যাটেরিয়াল ও তথ্য প্রদর্শিত হয়। এর পরবর্তীতে সিভিল সার্জন, সাতক্ষীরা এর সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ হুসাইন শাফায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মোঃ মমতাজ আহমেদ বাপ্পী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদর উপজেলা কৃষি কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল সংবাদিক, এনজিও প্রতিনিধি, ডিআইসি ম্যানেজারসহ প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার মোঃ আমানত উল্লাহ SIMO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সাতক্ষীরা। উন্মুক্ত আলোচনায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে বক্তব্য উপস্থাপন করেন ডিআইমি ম্যানেজার লাইটহাউস কনসোর্টিয়াম সাতক্ষীরা, মাধবচন্দ্র পরিচালক স্বদেশ, সাতক্ষীরা।

সাতক্ষীরা ম্যানেজার নারী মুক্তি সংস্থা, সাতক্ষীরা। উক্ত সভায় বাংলাদেশ তথা সাতক্ষীরার বর্তমান দেশের অবস্থা করোনাকালীন হিসেবে রোগীদের সেবা এইচআইভি প্রতিরোধে করণীয়, গ্রাম এবং শহর পর্যায়ে এইচআইভি কিভাবে প্রতিরোধ করা যায় এবং জনসচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানটি সম্পাদনা করেন পুলক চক্রবর্ত্তী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা। (প্রেস বিজ্ঞপ্তি)

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews