নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সিসিডিবি’র ইয়ুথ প্রকল্পের উদ্যোগে সদর ও কলারোয়ার ৬৫ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্ণারে প্রকল্প নির্ধারিত বেকার যুব যুবতীদের মাঝে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের সহযোগিতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন। এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইকরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাসসহ উপকারভোগী বেকার যুবক-যুবতী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যে কোন কাজে দক্ষতা অর্জন করতে হবে।

বেকার সমস্যা সমাধান কল্পে কারিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নাই। কাজ শিখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। কাজ করতে ভয় এবং লজ্জা পেলে চলবে না। কোন কাজ ছোট না। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। প্রশিক্ষণ নিয়ে বাস্তব জীবনে কাজে লাগবে হবে।

এভাবে সিসিডিবি ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের কর্ম এলাকা সদর ও কলারোয়া উপজেলায় প্রকল্পটির ১ম বর্ষের মোট ৬৫ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে জনপ্রতি ৩০০০ টাকা সহায়তা প্রদান করেন।

প্রসঙ্গত, প্রকল্পটি জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কারিগরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *