স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধায় শহরের খুলনা রোড মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌরশাখা কার্যালয়ে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, যুগ্মসম্পাদক তৈয়বুর রহমান, সদস্য তালা শহিদ আলিঅআহমদ সরকারি বালিকা উচ্চ বিধ্যালয়ের প্রধান শিক্ষক অলক কুমার তরফদার, প্রভাষক জিএম আব্দুল জলিল, ইসলামি ব্যাংক কর্মকর্তা আব্দুস সবুর, ডা. নাজমুল আহমদ, বৃটিশ চন্দ্র রায়, জিএম আশরাফ আলী। এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির দপ্তর সম্পাদক মুজিবর রহমান, মনজুরুল, মেহেদী হাসান, মোস্তফা প্রমুখ।
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভায় বক্তারা অত্র এলাকায় মাদক, ইফটিজিং, চুরি প্রতিরোধে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।
এছাড়া মধুবাগ আবাসিক এলাকায় কিশোর গ্যাং নির্মূলে সকল সদস্যকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহবান জানান। এলাকায় সামাজিক উন্নয়ন বাস্তবায়নে সংগঠনের সকল সদস্যকে পাশে থাকার অনুরোধ জানানো হয়।