স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ১০ রমজান শুক্রবার সন্ধায় শহরের খুলনা রোড মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌরশাখা কার্যালয়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, যুগ্মসম্পাদক তৈয়বুর রহমান, সদস্য তালা শহিদ আলি আহমদ সরকারি বালিকা উচ্চ বিধ্যালয়ের প্রধান শিক্ষক অলক কুমার তরফদার, সিটি কলেজ অধ্যক্ষ আবু সাঈদ,
পাটকেলঘাটা হারুণ উর রশিদ কলেজ অধ্যক্ষ আনোয়ারুল হক, সহকারি সেটেলমেন্ট অফিসার আব্দুস সেলিম, ডাক্তার এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইসলামি ব্যাংক কর্মকর্তা আব্দুস সবুর, ডা. নাজমুল আহমদ, জিএম আশরাফ আলী।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মুজিবর রহমান, মনজুরুল, মেহেদী হাসান, মোস্তফা প্রমুখ।