স্টাফ রিপোর্টার : মুজিব বর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে উক্ত মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের মুখোমুখি হয়।
নির্ধারিত ৬০ মিনিটের খেলায় ০৩-০৩ গোলে ম্যাচ ড্র হয়। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নিশ্চিত করা হয়। ট্রাইব্রেকারে ০৪-০৫ গোলে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা জেলা ফুটবল এসোসিয়েশন কে পরাজিত করে।
প্রীতি ম্যাচে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা, অনুর্দ্ধ-১৭ এর প্রান্তি, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, মীর তাজুল ইসলাম রিপন, আলতাফ হোসেন, সাম্যু চৌধুরী খেলায় অংশ গ্রহণ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুল ইসলাম, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোঃ হাসেম আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, শেক হেদায়েতুল ইসলাম, ফারহা দিবা খান সাথী, কাজী আকতার হোসেন প্রমুখ।