নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর উদ্যোগে সহস্রাধিক দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলায় অবস্থিত ব্যাংকটির ব্রাঞ্চ শাখাতে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. শাহান শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। এসময় ব্যাংকটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।