স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশের সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে।

ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।

সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭ টায় পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। করোনার ধকল কাটিয়ে দুই বছর পর এই ঈদের জামাত অনুষ্ঠিত হলো।

সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ-উল ফিতরের নামাজ পরিচালনা করেন হাফেজ মাও. জামাল উদ্দীন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক-সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ জামাতে নামাজ আদায় করেছেন। এসময় দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু সদর উপজেলার শ্যালে তার নিজ গ্রামে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *