আলতাফ হোসেন বাবু‍‍‌‌ : “শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ” শোকের মাস আগস্টে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে সাতক্ষীরায় যুবলীগের আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে সদর উপজেলা যুবলীগের উক্ত আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, অন্যতম সদস্য আলহাজ্ব এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের যুগ্মআহবায়ক জহিরুল ইসলাম নান্টু।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *