নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের
উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ে ৬দিন ব্যাপি
প্রশিক্ষণের সমাপনী ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা
১২ টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর কার্যালয়ের পাশে
জেলা পরিবার পরিকল্পনা ভবনের সামনে এ সমাপনী ও মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, নির্বাহী সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উপপরিচালক
এ.এস.এম আক্তার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার বিডিআরসিএস মো. রফিকুল আলম, মো. মমিনুল হক, আনিছুল ইসলাম ও মো. নেওয়াজ শরিফ, অফিস সহকারি মো. কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত যুব প্রধান ইলিয়াছ হোসেন, ডেপুটি যুব প্রধান মীর মনোয়ার হোসেনসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণার্থী যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ে ৬দিন ব্যাপি প্রশিক্ষণে ৩০ প্রশিক্ষানার্থী অংশ নেয়।