স্টাফ রিপোর্টার : লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের নতুন সংযোজন ‘লেক ভিউ কিডস্ জোন’ উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে অত্যাধুনিক ডিজিটালাইজড বাচ্চাদের খেলার রাইড নিয়ে উদ্বোধন করা হয়েছে লেক ভিউ কিডস্ জোন।

উদ্বোধনী দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফান কোম্পানী লি. এর পরিচালক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা, লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কামালনগর বড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. মুফতি ইয়াসীন আলম। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ‘লেক ভিউ কিডস্ জোন’-এ ম্যারি গো ফিস, প্লেন সুইং রাইড, বাইক সুইং রাইড, ট্রেন সুইং রাইড, ট্যাঙ্ক সুইং রাইড, মন্দির সুইং রাইডসহ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বিনোদনের কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। শুধুমাত্র ৮ বছর বয়সের নিচের বাচ্চাদের জন্য এ রাইডগুলো ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *