নিজস্ব প্রতিনিধি : শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবাগত নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা (ইইডি) রিংকন বিশ্বাস’ র সাথে জেলার ঠিকাদার বৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ মতবিনিময় সভায় সাতক্ষীরা’র বিশিষ্ট ঠিকাদার এস এম শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা’র শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম. এম. এ জায়েদ বিন গফুর, সহকারী প্রকৌশলী হাসিব শেখ, বিশিষ্ট ঠিকাদার এনছান বাহার বুলবুল, ঠিকাদার কাজী শওকত হোসেন ময়না, মো. ইকবাল জমাদ্দার, আসাদুজ্জামান সেলিম, মো. আজিজুল ইসলাম, এস.এম আবুল কালাম আজাদ, মো. কামরুজ্জামান, ঈসমাইল হোসেনসহ জেলার ৩০ জন বিশিষ্ট ঠিকাদার এসময় উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী প্রকৌশলী কে ঠিকাদার বৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।