শেখ সিদ্দিকুর রহমান : সাতক্ষীরার স্বেচ্ছাসেবি সংগঠন ‘শিক্ষা সহায়ক সংস্থা’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় শহরের কামালনগর লেকভিউ-তে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান বাবু ও সহ সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষা সহায়ক সংস্থার সহ সভাপতি অধ্যাপক মো: মোজাম্মেল হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সহ সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাবেক কাউন্সিলর ও সংস্থার নির্বাহী সদস্য ফারহা দিবা খান সাথী, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অর্থ সম্পাদক সৈয়দ রেজওয়ান আলি, সাবিনা খান চৌধুরী, মানবাধিকার ফাউন্ডেশন পৌর শাখার সভাপতি মো: আব্দুস সোবহান, সাকিবুর রহমান বাবলা, জি এম সালাউদ্দীন প্রমুখ।
সভায় শিক্ষা সহায়ক সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা বলেন, আমাদের জেলায় অনেক অস্বচ্ছল পরিবার আছে যারা তাদের সন্তানদের পড়ালেখা করাতে হিমশিম খেয়ে চলেছেন। অথচ তারা তাদের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
ঐ সব পরিবারের সন্তানদের জন্য আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দিয়ে লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা উচ্চশিক্ষা পেতে পারে। আগামীতে জেলার সকল মাধ্যমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানে এ সংস্থার কার্যক্রম চালানো হবে বলে তিনি জানান।
শিক্ষা সহায়ক সংস্থার ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যগণ অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় তাৎক্ষনিকভাবে এক লক্ষ টাকা অনুদান সংগ্রহ করেন। সদর উপজেলার পঞ্চাশটি মাধ্যমিক ও সমমান প্রতিষ্ঠানের একশত ছাত্র-ছাত্রীদের মাঝে এ আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ দেওয়া হবে বলে সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান বাবু জানান।
ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান ফরম পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। আগামী ২০২৩ সালের ১৪ জানুয়ারি এ অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে অর্থ সম্পাদক এ্যাড. সৈয়দ রেজয়ান আলি সভায় জানান। সহ সভাপতি অধ্যাপক মোজম্মেল হোসেন এই মহান কাজে বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০১৯ সালে শেখ সিদ্দিকুর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এ সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন এরপর ২০২২ সালে আবার পরিচালনা কমিটি রদবদল করে বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা সভাপতি, শেখ সিদ্দিকুর রহমান সহ সভাপতি ও মো: মশিউর রহমান বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
##