নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা মন্দির সমিতির আয়োজনে ও সদর উপজেলা চেয়ারম্যানের সার্বিক সহযোগীতায় রবিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সদর উপজেলার সাধারণ- সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, জেলা মন্দির সমিতির সাধারণ-সম্পাদক রঘুজিৎ গুহ, বিকাশ চন্দ্র দাশ, সঞ্জিৎ ব্যানার্জী প্রমুখ।