স্টাফ রিপোর্টার : ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্তদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আয়োজনে সোমবার বিকাল ৪টায় পুরাতন আইনজীবী ভবনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্তদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান তানভির হুসাইন সুজন। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া বাবু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাপ্পি, মুজিবর রহমান।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসেন।