স্টাফ রিপোর্টার : ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে সাতক্ষীরায় শিশু-কিশোর সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শিশু একাডেমীতে শিশু-কিশোর সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লালয়া পারভিন সেঁজুতি, সদস্য নাজমুন আসিফ মুন্নি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর কমিটির সাধারণ সম্পাদক কবীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, পৌর ৫নং ওয়ার্ডের সভাপতি হারুণ উর রশিদ, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।