স্টাফ রিপোর্টার : ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে সোমবার সন্ধায় চালতে তলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর ৫নং ওয়ার্ডের সভাপতি হারুণ উর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আরমান আলী, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম শফিকুল ইসলাম, সুমন, চায়না খাতুন, তামান্না প্রমুখ।