স্টাফ রিপোর্টার : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আলিম সরদারের পিতা সামছুদ্দিন সরদার (৯৫)’র মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে শুক্রবার সন্ধায় শহরের খুলনা রোড মোড়ে সংগঠনের কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল আলিম সরদার।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান, সহ-সাংগঠনিক মেহেদী হাসান, আলমগির হোসেন, মুজিবর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পলাশপোল আহসানিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাও. মো. রেজাউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *