বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শুক্রবার বেলা ১১টায় সংগঠনের আহবায়ক শরীফুল্লাহ
কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে আগামী ৩১ ডিসেম্বরে জেলা সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বর্ধিত সভায় আলোচনা করেন এডভোকেট নাজমুন নাহার ঝুমুর, এডভোকেট মুহা: মুনীরুদ্দিন, শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাংবাদিক গোলাম সরোয়ার, আমিনুর রহমান উল্লাস, মির্জা সুলতানা, প্রভাষক হেদায়েতুল ইসলাম, প্রভাষক রাশেদ রেজা তরুণ, রাশেদ হোসেন, মনিরুল ইসলাম মিলন, সুজিত পাল, রুবিয়া খাতুন, ফারজানা আক্তার ইভা প্রমুখ।
সভা থেকে ১৭ সদস্যের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।