উত্তম কুমার : সাতক্ষীরায় সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার গোপিনাথপুরে সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সেন্ট লরেন্স চার্চ কমিটির সভাপতি মিঃ স্বপন বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভু বিশপ জেমস রমেন বৈরাগী। বিশেষ অতিথি ছিলেন ঋশিল্পীর পরিচালক এনসো ফালকনে ও পরিচালিকা লাওরা মিলানো, ফাদার রিপন সরদার, লাবসার ০৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন খ্রিষ্টীয় ধর্মপল্লীর খ্রিষ্টীয় কমিটির সভাপতিসহ সদস্যবৃন্দ, ক্যাটিখ্রীষ্টগন, সিষ্টারগন, উপদেষ্টাগন, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রভু বিশপ জেমস রমেন বৈরাগী সহ আগত অতিথিবৃন্দ পায়রা উড়িয়ে ও কেক কেটে সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চ এর উদ্বোধন করেন। পরে আয়োজক কমিটির নেতৃবৃন্দ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।