স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতিসংস্থা এবং সেন্টার ফর উইমেন এ্যান্ডচিলড্রেন স্ট্যাডিজ (সিডাব্লিউসিএস) যৌথ উদ্যোগে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন-(এসডিসি) এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ৮ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় অগ্রগতি সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআরসি) সম্মেলন কক্ষে সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অগ্রগতিসংস্থা’র নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এর সভাপতিত্বে আশ্বাস: মানবপাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্পে সার্ভিস ডিরেক্টরীতে অন্তর্ভূক্ত সেবা দানকারী প্রতিষ্ঠান সমূহ এবং মানব পাচারের সারভাইভারদের জন্য বিদ্যমান সেবা ও সুযোগসমূহ ও প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমম্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আসীষ কুমার মন্ডল। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা বিনেরপোতা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর কর্মকর্তা মোস্তফা জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর কার্য়ালয়ের প্রকল্প অফিসার ফাতেমা-তুজ জোহরা, রনি ফ্লাইউড এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক জিএম নূরুল ইসলাম রনি প্রমুখ।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, লাইট হাউজ কনসোর্টিয়ামের ডিআইসি ম্যানেজার মোহাম্মদ সনজু মিয়া, ব্রেকিং দ্যা সাইলেন্স প্রতিনিধি মনিরুজ্জামান টিটু সহ অগ্রগতিসংস্থা ও সিডাব্লিউ সিএস এর কর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সামগ্রিক ভাবে উপস্থাপন করেন, অসিতব্যানার্জী এবং মোঃ আসাদুজ্জামান (রিপন), প্রকল্প সমন্বয়কারী, আশ্বাস প্রকল্প, অগ্রগতিসংস্থা এবং সিডাব্লিউসিএস।