স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন শরিফুল ইসলাম খান বাবু। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা বড়বাজারে ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করাহয়।
এসময় উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুর জামান টিটু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ হাছিব-উর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবিব অয়ন, নজরুল ইসলাম হাবলু, শ্রী অতুল কুমার ঘোষ, কাজী বাবু, সাবেক ছাত্রলীগ নেতা শেখ নিয়াজ মাহমুদ বিমান, জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবুল কালাম আজাদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহাবুব ক্যাপ্টেন সহ সুজন, হাকিম, মিলন, নয়ন, মিঠু, মিজু, ফরহাদ, রানা, ফজর আলী ও রুবেল প্রমুখ।
কম্বল বিতরণ শেষে শরিফুল ইসলাম খান বাবু বলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশনায় সাতক্ষীরার অসহায় দুস্থ মানুষের কল্যাণে অবিরাম কাজ করে চলেছে স্বেচ্ছাসেবক লীগ। জনকল্যাণে সাতক্ষীরা স্বেচ্ছাসেবক লীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।