কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে চাল, ডাল, তেল, চিনি ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ মার্চ) বিকাল ৫ টায় তালাতলা হাইস্কুল প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক ইসমাইল হোসেন নীরব, তাঁতী বিষয়ক সম্পাদক সাদাত হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন আপীল প্রমূখ।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জুলফিকার সিদ্দিক, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরে আলম সরোয়ার লিটন ও মামুন আলমগীর মিঠুন প্রমূখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি