স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় হযরত ফাতেমা রাঃ কওমি মহিলা মাদ্রাসায় এম আর পরিবহনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এম আর পরিবেহনের অর্থায়নে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের খুলনা রোডমোড় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌরশাখার কার্যালয় থেকে সাতক্ষীরা সদরের মাগুরায় হযরত ফাতেমা রাঃ কওমি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন এম আর পরিবহনের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয শিশু-কিশোর পরিষদ পৌরশাখার সভাপতি মোঃ নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন এম আর পরিবহনের আঞ্চলিক পরিচালক মোঃ শফিউল্লাহ রাজু, জিএম আসাদুজ্জামান প্রমুখ।
এম আর পরিবহনের পক্ষ থেকে হযরত ফাতেমা রাঃ কওমি মহিলা মাদ্রাসায় চাল, ডাল ও আলু বিতরণ করা হয়।