নিজস্ব প্রতিনিধি : সারা দেশে ২৯ অক্টোবর রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াত। এ হরতাল প্রত্যাখ্যান করেছেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। বিএনপির ডাকা হরতালেও বাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ।
শনিবার রাতে জেলা বাস মিনিবাস মালিক সমিতির পক্ষে এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা রোববারের হরতালের ব্যাপারে মালিক সমিতির এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোর এবং সাতক্ষীরা-কালিগঞ্জ-আশাশুনি রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, তারা ঘৃণার সঙ্গে হরতাল প্রত্যাখ্যান করেছেন। মালিক-শ্রমিকরা হরতাল প্রত্যাখ্যান করে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবেন। হরতালের দিন গাড়ি চলাচলে যেন কোনো বাধা দেয়া না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ অনুরোধ জানিয়েছেন।