স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষে সাতক্ষীরার পুজা মন্ডপ গুলিতে মাননীয় প্রধান মন্ত্রী কতৃক দুর্গাপূজা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (০৯.১০.২০২১) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের হল রুমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য শেষে এ অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।
এ সময় সহকারি প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম সাতক্ষীরার শ্রী অপূর্ব আদিত্যের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত ট্রাস্টি শ্রী শ্যামল সরকার, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক
সম্পাদক ডা, সুব্রত ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রী ঘোষ সনৎ কুমার, সহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পরিদর্শক মিন্টু হালদার। জেলার ১২২টি মন্ডপে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর অনুদানের চেক বিতরণ করা হয়।