1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 3, 2023, 9:57 am
Title :
যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী ‘মায়ের কান্না’র আর্তনাদ কেন তাদের কানে পৌঁছে না : তথ্যমন্ত্রীর প্রশ্ন সাতক্ষীরায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিসভা ধুলিহর ৮নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শহরের বিভিন্ন স্থানে এমপি রবির প্রচষ্টায় উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ পলাশপোলে আ.লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় নারী নেত্রীবৃন্দের উঠান বৈঠক ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে দূর্নীতি-অনিয়মের  অভিযোগে তদন্ত কলারোয়ায় প্রয়াত মনোরঞ্জন সাহার সহধর্মিনী নিলীমা সাহার পরলোক গমন হাসিমুখ-সেঞ্চুরি সাতক্ষীরার গাছের চারা পেয়ে বেজায় খুশি হাজারো শিক্ষার্থী, মুসুল্লি ও পথচারী সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরায় ১৩ দিন ধরে নিখোঁজ ইজিবাইক চালক শিমুল

  • আপডেট সময় Monday, June 6, 2022

সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরীন উত্তর রাজারবাগান গ্রামের মো. আরিফুজ্জামান শিমুল (২২) নামে এক ইজিবাইক চালক রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে।

ঘটনার ১৩ দিন অতিবাহিত হয়ে গেলেও তার কোন খোঁজ নেই। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের দুইদিন পর তার বাবা মো. হোসেন আলী গাজী সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১৬৭০, তাং-২৬/০৫/২০২০।

ডায়েরী সূত্রে জানা গেছে, মো. আরিফুজ্জামান শিমুল (২২) প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে ২৪ মে ২০২২ ইংরেজি তারিখ সকাল আনু: ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। এবং ওইদিন সন্ধ্যা আনু: ৬ টার দিকে শিমুল ০১৬১১৯৯৪৯২১ নম্বর থেকে তার বাবা মো. হোসেন আলী গাজীর সাথে কথা বলেন।

এরপর তার ছেলে আর বাড়িতে ফিরে আসে না। এবং তার (শিমুল) ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরেও অদ্যাবধি সন্ধান মেলেনি তার। ওইদিন তার (শিমুল) পরনে নীল রঙের জিন্সের প্যান্ট ও সবুজ রঙের ফুল হাতা শার্ট পরাছিল। এছাড়াও তার গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাকার, উচ্চতা- আনু. ৫ ফুট ৪ ইঞ্চি হইবে।

অশ্রুসিক্ত কন্ঠে নিখোঁজের বাবা মো. হোসেন আলী গাজী বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে মালেশিয়ায় থাকে। আর ছোট ছেলে শিমুলই এখন আমাদের সব। আমার বয়স হয়েছে। পূর্বের মতো আর কাজ করতে পারিনা। আমার ছেলের উপার্জিত অর্থ দিয়ে ভালোই চলছিল সংসার।

ছেলেটি নিখোঁজ হওয়ায় সংসারের বেহাল অবস্থা। নিখোঁজের পর থেকে আতঙ্কে রয়েছি আমরা। সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলাম। ঘটনার ১৩ দিনেও সন্ধান মেলেনি আমার ছেলের। আমার ছেলেকে ফিরে পেতে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সাতক্ষীরা থানার তদন্ত (ওসি) বিশ্বজিৎ অধিকারী বলেন, ওই ইজিবাইক চালকের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি তদন্তধীন। গুরুত্বের সাথে দেখছি আমরা। (প্রেস বিজ্ঞপ্তি)

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews