স্টাফ রিপোর্টার : বিশেষ লকডাউনের চতুর্থ দিন আজ রোববার সাতক্ষীরায় সেনা সদস্য, বিজিবি ও পুলিশ যৌথ টহলে রয়েছে। আইন অমান্যকারীদের আটক করে তাদের জরিমানা করা হচ্ছে। একইসাথে শহরের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে জনসমাগম নিয়ন্ত্রন করছে পুলিশ। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হলে তাকে আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হতে হচ্ছে।
এদিকে জেলাব্যাপী করোনা সংক্রমন কিছুতেই রোধ করা যাচ্ছে না। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৪০৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সরকারি মেডিকেলে করোনা পজিটিভ ২১ জন এবং বেসরকারি হাসপাতালে ১৬ জন রয়েছেন। অন্যরা সবাই করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ১২ দশমিক ৮০ শতাংশ। এই সময়ের ব্যবধানে করোনা পজিটিভ নিয়ে ১ ও করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জন সহ ৫ জন মারা গেছেন। –