1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
July 25, 2024, 3:47 am
Title :
সাতক্ষীরা জেলা ব্যাপী গত ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২১, আহত ২৩ মধুমল্লারডাংগী জামে মসজিদের উদ্যোগে ১০ মহররমের আলোচনা সভা ও দোয়া দেবহাটায় পবিত্র আশুরা পালন স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরার উদ্যোগে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষ: পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে সাতক্ষীরায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সকলেই সমান: এমপি আশু আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ অবমাননাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি সন্তান কমান্ডের বাল্যবিবাহ প্রতিরোধে ডিবি গার্লস হাইস্কুলে বিশেষ সভা সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবহাটায় আরইআরএমপি প্রকল্পের নারীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরায় ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় Saturday, July 24, 2021

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু পাঁচশ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে নিয়ে তিন নারীসহ আরো ৪ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ২৩ জুলাই শুক্রবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০২ জন।

সামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মাহফুজা খাতুন (৪৫), একই উপজেলার কলবাড়ি গ্রামের সবেদ আলীর স্ত্রী নুরজাহান বেগম (৫৩), একই উপজেলার নেওয়াবেকী গ্রামের মৃত অহর মন্ডলের ছেলে নিপেন্দ্র নাথ মন্ডল (৬০) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিনগর গ্রামের বরহান উদ্দীনের স্ত্রী নুরজাহান বেগম (৭০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৪ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই শুক্রবার ভোর ৫টা ১০ মিনিট থেকে বিকাল ৫টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে আরো ৪ জন। শুক্রবার ছুটির দিন থাকায় কোন নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়নি।

তিনি আরো বলেন, শুক্রবার ২৩ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১৬৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১১১৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৮ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৫ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন রয়েছেন।

বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৯১ জন। সরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৩ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রয়েছে ২৭ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২২২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৪৮ জন। জেলায় ২৩জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫০২ জন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews