সাতক্ষীরায় অনলাইনে অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা- বিষয়ক পাইলট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের তত্বাবধানে এবং জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে শহর উপকণ্ঠের লেকভিউ সম্মেলন কক্ষে এর ব্যাপক পরিচিতি এবং ব্যবহার সম্প্রসারণে পাইলট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্ম সচিব খালিদ হাসান ওইউনডিপির প্রতিনিধি এ্যাঙ্গা আর টিমিলসিনা, পলিসি এ্যাডভাইজার (এটুআই) আনির চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ মোখলেসুর রহমান, সিভিল সার্জন, সাতক্ষীরা হুসাইন সাফায়েত, সাতক্ষীরা
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশীদসহ আরো অনেকে।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
সাতক্ষীরা জেলা প্রশসাক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, আমরা সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি ২৪ ঘন্টায় প্রতিনিয়ত অভিযোগ প্রতিকার করে থাকি, তবে নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে করা গেলে আরো কার্যকর হবে।
অভিযোগ প্রতিকার ব্যবস্থা’য় প্রথম বারের জন্য পাইলটিং হিসেবে সাতক্ষীরা পৌরসভা, সদর ও আশাশুনি উপজেলাকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।