শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরা সীমান্তের চোরাপথে পাচার করা পাঁচ কেজি ভারতীয় রৌপ্য গহনা রাজধানী ঢাকায় নিয়ে যাবার সময় আটক করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয় দুই চোরাচালানিকে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. মহসীন জানান গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা ঢাকাগামী নৈশ কোচের অপেক্ষায় ছিলেন। তাদের দেহ তল্লাশি করে ভারতে তৈরি বিভিন্ন ধরনের রৌপ্য গহনা পাওয়া যায় । এর ওজন পাঁচ কেজি। এর বাজার মূল্য ছয় লাখ টাকারও বেশি।
গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের আসাদুর রহমান ও কালিয়ানি গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।