স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুন) পলাশপোলের চৌধুরী মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ।

এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে অনলাইন প্লাটফর্মের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাদেরও স্বাস্থ্যবিধি মেনে সমাজের জন্য কাজ করতে হবে। সমাজের নানা অনিয়ম-অনাচারের চিত্র তুলে ধরে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। প্রতিদিন, প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে সঠিক তথ্যের সন্ধানে বেরিয়ে যান।

খবর সংগ্রহ করে দেশ ও জাতিকে জানান।’ সাতক্ষীরায় আগামী দিনে অনলাইন পত্রিকার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে ও আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যাক্ষ শেখ রিজাউল ইসলাম (বাবলু), সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক আলতাফ হোসেন বাবু, নির্বাহী সদস্য শেখ জাহাঙ্গীর আলম, মো. আজিজুল ইসলাম (ইমরান), আবু বক্কর ছিদ্দিক, আহাজ উদ্দিন সুমন, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর’র এর স্টাফ রিপোর্টার নাহিদ হাসান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *