স্টাফ রিপোর্টার : করোনার সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরায় সাধারণ মানুষের মাঝে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে রবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে উক্ত মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আজাহার হোসেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আল মাহমুদ পলাশ, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মুনসুর রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক সরদার, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।