মহামারীতে কর্মহীন মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে অনলাইন ভিক্তিক, প্রিন্ট বা অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অধিকার আদায়ের অলাভজনক সংগঠন ‘সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাব’ এর উদ্যোগে সংবাদপত্র হকার্স, অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক আলতাফ হোসেন’র সভাপতিত্বে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে সংগঠনের সদস্য সচিব অসীম কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, যশোর জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. মুনসুর রহমান, ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি এম জিল্লুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক হাবিবুল বাসার ফারহাদ, আশিক সরদার, মিলন বিশ্বাস, শহিদুল আলম, নাহিদ হাসান লিটু, সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবান আলী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিট এর সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মো. হাফিজুল্লাহ, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিৎ ঘোষ প্রমুখ।
এসময় প্রতি পরিবারের মাঝে সেমাই, চিনি, লাচ্চা, নুডুস, কিচমিচ, বাদাম, দুধ ও সাবান বিতরন করা হয়।