স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা অনলাইন শপ গ্রুপের যাত্রা শুরু হয়েছে। সাতক্ষীরা অনলাইন শপ গ্রুপের আয়োজনে উদ্যোক্তা মেলার মধ্য দিয়ে অগ্রযাত্রা শুরু হয়। রবিবার সকাল ৯টা থেকে সাতক্ষীরা সরকারি কলেজ রোডে সকাল কম্পিউটারের দ্বিতীয় তলায় উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।
সাতক্ষীরার ২৫ জন উদ্যোক্তার সমন্বয়ে উদ্যোক্তা মেলায় ১৭টি স্টল স্থান পেয়েছে। সকল উদ্যোক্তার অংশ গ্রহণে সকালে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান ফিফা রিফারী তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, সাতক্ষীরা অনলাইন শপ গ্রুপের এডমিন শেখ ইমরান হোসেন, এডমিন আবুযার, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক আলতাফ হোসেন বাবু, উদ্যোক্তা সাদ্দাম হোসেন, নাহিদ হাসান লিটু, ফারহানা আফরিন মৌ,রাবিয়া নওরীন অন্তু প্রমুখ।
সাতক্ষীরা অনলাইন শপ গ্রুপের উদ্যোক্তা মেলার উদ্বোধন উপলক্ষে মেলায় ক্রেতাদের জন্য দেওয়া হয় আকর্ষনীয় সুযোগ। মেলার প্রথম দিনের প্রথম পঞ্চাশ জন ক্রেতাকে উপহার হিসেবে বিরিয়ানীর প্যাকেট দেওয়া হয়। পরে দুই শত টাকার পণ্য ক্রয়কারিদেরও খাওয়ানো হয় বিরিয়ানী।
সাতক্ষীরা অনলাইন শপ গ্রুপের আয়োজনে উদ্যোক্তা মেলার উদ্বোধনী দিনেই ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। মেলায় স্থান পাওয়া স্টল গুলোতে কেক, চকলেট, খাঁটি ঘি, খাঁটি মসল্যা, গার্মেন্টস পণ্য, কাগজের গিফট, হাতের কাজ ওয়ালমেট, নকশীকাথা, ফাইটার ফিস সহ গুণগত মানের বিভিন্ন পণ্য সামগ্রীর পরসা সাজিয়ে উদ্যোক্তাদের বিক্রয় করতে দেখা যায়।
সাতক্ষীরা অনলাইন শপ গ্রুপের এডমি শেখ ইমরান হোসেন জানান, এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোক্তাদের জন্য উদ্যোক্তা মেলা খোলা থাকবে।
এছাড়া সাতক্ষীরা অনলাইন শপ গ্রুপের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সাতক্ষীরা শহরের যে কোন প্রান্ত থেকে অনলাইনে ক্রয় করতে পারবেন।