ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ২০২২ ইং উপলক্ষে জমকালো আয়োজনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো: মেহেদী হাসান শিমুল।

রবিবার (৬মার্চ) দুপুর ০৩ ঘটিকার সময় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার , অ্যাড: আ,ক: ম: শামসুদ্দোহা ( খোকন) অ্যাড: এস,এম আজমির হোসাইন ( রোকন), অ্যাড এস, এম, আবুল বাসার, অ্যাড: মোঃ আমিনুর রহমান এর কাছে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন -২০২২ উপলক্ষে এই মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় শত শত ভোটার ও সমার্থক জড়ো হয়।

সুত্র মতে:- আগামী ১৬ই মার্চ ২০২২ তারিখে দ্বিবার্ষিক সাতক্ষীরা জেলা আইনজীবী- সহকারী সমিতির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ” সাংগঠনিক সম্পাদক- পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিমুল। তিনি সাতক্ষীরা জেলা আইনজীবী- সহকারী সমিতির নির্বাচনে ২০১৮ সালে সর্ব প্রথম সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হয় এবং ২০২০ সালে সহ সম্পাদক নির্বাচিত হয় । বিজয়ের ধারাবাহিকতায় বজায় রাখতে এবার সাংগঠনিক সম্পাদক- পদে প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছে।

এ বিষয়ে মোঃ মেহেদী হাসান শিমুল জানান সমিতির সকল কাজে স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক কাজ করে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। সকল আইনজীবী সহকারী সমিতির সদস্য ভাইদের কাছে দোয়া ও সসমার্থন কামনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *