নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদ থেকে আবারও দু’টি
বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) শহরের আহছানিয়া মিশন মসজিদে যোহরের নামাজে আসা মো. আব্দুল্লাহ ও নজরুল ইসলামের দু’টি বাইসাইকেল চুরি হয়ে যায়।
ইতিপূর্বেও আহছানিয়া মিশন মসজিদ থেকে কয়েকবার মটরসাইকেল ও বাইসাইকেল চুরি হয়েছে। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ বরাবরই উদাসহীন। চুরি বন্ধে এ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি।
মসজিদ কর্তৃপক্ষের উদাসীহনতায় বারবার সাইকেল মটরসাইকেল চুরি হচ্ছে বলে মুসুল্লীদের দাবী। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ হিসেবে সাধারণ ডায়েরী করা হয়েছে।
চুরি বন্ধে প্রশাসন ও মসজিদ কমিটির হস্তক্ষেপ কামনা করেছে মসজিদের মুসুল্লী ও সচেতন মহল।