নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ মার্চ) মাদ্রাসার হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামাল শুভ্র’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্ছী, শেখ আজিজুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আহছানিয়া মিশন
আদর্শ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল মজিদ সিদ্দিকী,
আহছানিয়া মিশনের সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান মুকুল, মো. আবু দাউদ, মাও. মোহাম্মাদ আলতাফ হোসাইন, শাল্যে আদর্শ দাখিল মাদ্রার সুপার , মাও. নুরুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলাম।