আলতাফ হোসেন বাবু : আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে তোফাজ্জেল-সহিদুল পরিষদের জয় লাভের লক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তোফাজ্জেল-সহিদুল পরিষদের উদ্যোগে রবিবার সন্ধায় শহরের পলাশপোল এলাকায়। তোফাজ্জেল-সহিদুল পরিষদের নির্বাচনি কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অত্র পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব জাফর আলী মোল্লা, আব্দুল কাদের মোড়ল, রুহুল কুদ্দুস, শফিকুল ইসলাম, শাহজান আলী, মিজানুর রহমান, সাইদুল ইসলাম, আব্দুল গফ্ফার, তবির হোসেন, দিদারুল ইসলাম, আব্দুল জালাল, শিমুল, রিয়াজুল ইসলাম, বাবু প্রমুখ।