২৯ আগস্ট রবিবার ২১ সকাল ১০ টায় উন্নয়ন সংগঠন স্বদেশ অফিসে সাতক্ষীরা এসিড সারভাইভরদের নেটওয়ার্কের কার্যকরি পরিষদের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি শাহানা খাতুন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাদেকুররহমান, কাসেদআলী, ওয়াহেদ ঢালী, নুরুন্নাহার বেগম, গঙ্গা দাসি প্রমুখ।
সভায় করোনাকালিন সময়ে সারভাইভরদের বর্তমান অবস্থা তুলে বক্তব্য রাখেন গঙ্গা দাসি। তিনি বলেন আমরা বিগত বছর হতে কর্ম বিমুখ হয়ে আছি। কোন কাজ নাই, উপার্জন নাই জেলার সকল সারভাইভররা মানবেতর ভাবে দিনাতিপাত করছে। করোনা, ইয়াস আমাদের স্বাভাভিক কাজকর্ম বন্ধকরে দিয়েছে, আমাদের ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগ ছিল সেগুলো বন্ধ থাকার ফলে আমরা পুঁজি হারা হয়ে গিয়েছি।
বিগত বছরে জেলা প্রশাসকের অফিস থেকে কিছু সরকারি সহায়তা পওয়া যেত বর্তমানে সেটাও পাওয়া যায় না। সারভাইভররা সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষন করেন। এছাড়া স্বদেশ সংস্থা ও দাতা সংস্থা একশন এইডের কাছে এসবিজিএন নেটওয়ার্কের ৭১ জন সদসস্যে একটি তালিকা চুড়ান্ত করে বিশেষ সহায়তার আবেদন করেন। এসময় স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক ও প্রগ্রাম অফিসার ফারুক রহমান উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি